Friday, October 3, 2025
spot_img
HomeScrollহাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা

হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা

কলকাতা: হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা (Launch Service Disruption)। প্রতিবাদে সরব ব্রিগেডমুখী (Left Brigade) বামকর্মী সমর্থকরা। বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন কর্মী সমর্থকরা। তারপর লঞ্চ ধরতে এলে দেখেন পরিষেবা বন্ধ। যার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন: আজ বামেদের ব্রিগেড সমাবেশ

সূত্রের খবর, চক্রান্তের অভিযোগ তুলে তাঁরা জানান, হেঁটেই ব্রিগেড পৌঁছবেন। হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির তরফে গতকালই নোটিস দিয়ে জানানো হয়, মেরামতির জন্য ভেসেল কম থাকায় রবিবার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News